হাইকোর্টের উদ্যোগে ন্যায় বিচার
জানুয়ারী ৭ তারিখে প্রকাশিত একটী খবর নজর কাড়ে জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী এবং জাস্টিস জেবিএম হাসানের। খবরটিতে বলা হয়, কুমিল্লার ভাঙ্গোয়ার উপজেলায় মানসিক প্রতিবন্ধী একজন নারীকে কুদ্দুস মিয়া নামক এক ব্যাক্তি ধর্ষন করে। পরবর্তীতে ধর্ষিতার মা থানায় মামলা করতে গেলে পুলিশ তাতে অস্বীকৃতি জানায়।
স্বপ্রনোদিত হয়ে জাস্টিস মইনুল ও জাস্টিস হাসানের বেঞ্চ আজ পুলিশকে ৪৮ ঘন্টার মধ্যে মামলা নথিভুক্ত করতে এবং অপরাধীকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে আদেশ করেন।
মূল খবরঃ http://www.thedailystar.net/country/hc-asks-cops-immediately-arrest-comilla-rapist-1342627