রাজনীতিতে নারী নেতৃত্বঃ কতদূর এগিয়েছি
বিশ্বের ২২ টি দেশে বর্তমানে নারী সরকার প্রধান রয়েছেন। এর মধ্যে বাংলাদেশ নারী নেতৃত্বের দিক থেকে ৪র্থ স্থানে রয়েছে। নিঃসন্দেহে রাজনীতিতে নারীর উপস্থিতি আশাজনক হারে বেড়েছে কিন্তু ২০২০ সালের মধ্যে ৩৩% নারী নেতৃত্বের লক্ষ্যে আমরা কতদূর এগিয়েছি তা চিন্তা করা দরকার।
কিছুদিন আগে হয়ে যাওয়া শীর্ষ পাঁচটি দলের কাউন্সিলের ফলাফল বিশ্লেষন করে জাতীয় দৈনিকের প্রবন্ধ অনুযায়ী বলা যেতে পারে যে আমাদের আগামী ৪ বছরে যে পরিবর্তন প্রয়োজন তা এখনও বহুদূর।
সুশীল সমাজ এবং রাজনৈতিক দলগুলোর অভিভাবকদের এবিষয়ে এখনই ভাবা প্রয়োজন, কিভাবে তারা এই লক্ষ্য অর্জন করবেন এবং সেই মোতাবেক পদক্ষেপ নেয়া প্রয়োজন। তবেই আগামীতে আমরা নারীর সরব উপস্থিতি দেখতে পাব।
মূল প্রবন্ধঃ http://www.prothom-alo.com/bangladesh/article/1056433/বড়-রাজনৈতিক-দলে-এখনও-নারীর-অবস্থান-পাল্টায়নি