সমাজের বঞ্চিত মানুষের সাহায্যে
সরকারের সমাজকল্যান মন্ত্রনালয় প্রতিবন্ধী ব্যাক্তিবর্গের কর্মসংস্থানে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। প্রতিবন্ধীদের জন্যে কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী হবার জন্যে ক্ষুদ্রঋন দান করছে। এরই অংশ হিসেবে মৈত্রী শিল্প প্লান্টে তাদের জন্যে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত খবরের সুত্র থেকে জানা যায় এখানে মোট কর্মচারির ৬০% প্রতিবন্ধী।
সমাজকল্যান মন্ত্রনালয়ের এই পদক্ষেপের জন্যে অবশ্যই সাধুবাদ জানায় দেশের সচেতন নাগরিক। ‘মুক্তা’ ব্রান্ডের এই বোতলজাত সুপেয় পানি বর্তমানে দেশব্যাপী বাজারজাত করা হচ্ছে।
মুল প্রবন্ধঃ http://www.thedailystar.net/bangla/শীর্ষ-খবর/প্রতিবন্ধীরা-কাজের-সুযোগ-পাচ্ছে-যে-ওয়াটার-প্ল্যান্টে-77047