Our Members
Ostitto Bangladesh
About the organisation
"অস্তিত্ব বাংলাদেশ” একটি অনিবন্ধিত, অলাভজনক এবং সেবামূলক কমিউনিটি বেজ যুব সংগঠন। "অস্তিত্ব" ২০১৫ সাল থেকে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। অস্তিত্ব লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠী, হিজড়া, ট্রান্সজেন্ডার এবং সুবিধাবঞ্চিত নারী, শিশু এবং বয়স্ক মানুষের মানবাধিকার, শিক্ষা, কর্মসংস্থান, যৌন ও প্রজনন স্বাস্থ্য সহ সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। অস্তিত্ব SDG লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্য অক্লান্ত ভাবে কাজ করছে। (Leave No One Behind-LNOB) হলো SDG লক্ষ্যমাত্রা অর্জনের মূলমন্ত্র, অস্তিত্ব সেই মূলমন্ত্র কে লক্ষ্যকরে কাজ করছে। অস্তিত্বের মূল মন্ত্র " সেবা কর্ম, সেবা ধর্ম, সেবাতেই মুক্তি"।