IPAS Bangladesh-এ পেইড ইন্টার্নশিপের সুযোগ!
যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সচেতন, যুবনেতৃত্বাধীন উদ্যোগ এখন সময়ের দাবী। ঠিক তা মাথায় রেখেই সদ্য স্নাতকদের জন্য একটি অর্থবহ সুযোগ নিয়ে এসেছে আইপাস বাংলাদেশ (IPAS Bangladesh)। একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের প্রভাবশালী কাজে রূপ দিতে আগ্রহী তরুণ পেশাজীবীদের বিকাশে সহায়তা করার লক্ষ্যে এই পেইড ইন্টার্নশিপ কর্মসূচিটি তুলে ধরতে পেরে আনন্দিত শেয়ার-নেট বাংলাদেশ।
আইপাস বাংলাদেশ ছয় মাস মেয়াদি এই পেইড ও হাতে-কলমে শেখার সুযোগসম্পন্ন ইন্টার্নশিপে যোগ দিতে আগ্রহী ও উদ্যমী সদ্য স্নাতকদের আবেদন আহ্বান করছে। এই ইন্টার্নশিপের মাধ্যমে বাংলাদেশে এসআরএইচআর খাতকে শক্তিশালী করার লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে। বিশেষত যারা যুব ও কিশোর-কিশোরীদের সঙ্গে কাজ করতে আগ্রহী, যারা টেকসই এসআরএইচআর অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের জন্য এই সুযোগটি বিশেষভাবে প্রাসঙ্গিক।
এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন যেসব প্রার্থী সম্প্রতি বিএ, বিএসসি, বিএসএস বা সমমানের ডিগ্রি সম্পন্ন করেছেন এবং যাদের রয়েছে ভালো একাডেমিক ফলাফল ও সামাজিক পরিবর্তনে কাজ করার আন্তরিক আগ্রহ। নির্বাচিত ইন্টার্নরা আইপাস বাংলাদেশ-এর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, যেখানে স্বাস্থ্য, অধিকার ও সামাজিক ন্যায়ের সংযোগস্থলে কর্মসূচি বাস্তবায়ন, অ্যাডভোকেসি কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক শেখার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকার সুযোগ থাকবে।
যেসব তরুণ গ্র্যাজুয়েট উদ্দেশ্যনির্ভর পরিবেশে ক্যারিয়ার শুরু করতে চান, তাদের জন্য এই ইন্টার্নশিপ কেবল পেশাগত অভিজ্ঞতাই নয়, বরং এসআরএইচআর খাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ, অভিজ্ঞ পেশাজীবীদের মেন্টরশিপ এবং বাংলাদেশের পরিবর্তনমুখী কাজে অর্থবহ অবদান রাখার ক্ষেত্র তৈরি করবে।
আগ্রহী প্রার্থীদের তাদের সিভি ও কভার লেটার পাঠাতে অনুরোধ করা হচ্ছে ipasbangladesh@ipas.org ঠিকানায়। আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫।
শেয়ার-নেট বাংলাদেশ সদস্যদের এই সুযোগে আবেদন করতে উৎসাহিত করছে। আজকের তরুণদের মধ্যে বিনিয়োগই একটি অধিক ন্যায়সংগত, সচেতন ও অধিকারভিত্তিক এসআরএইচআর ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র: আইপাস বাংলাদেশ
