‘রাইট হিয়ার রাইট নাউ’ প্রকল্পের আওতায় রংপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর) বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা
‘রাইট হিয়ার রাইট নাউ’ প্রকল্পের আওতায় রংপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর) বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর দর্শনায় ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) ‘রাইট হিয়ার রাইট নাউ’ প্রকল্প।
দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য দেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মো. শাহ আলম, গুড হেলথ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. সৈয়দ মো. মামুনুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এ কে এম জাহেদুল ইসলাম, স্বর্ণনারী অ্যাসোসিয়েশনের মজুশ্রী সাহা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ‘রাইট হিয়ার রাইট নাউ’ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর।
কর্মশালায় আলোচকেরা যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক, স্কুলে সমস্যা লেখার জন্য বোর্ড তৈরি, প্রাইমারি থেকে আলোচনা শুরু করা, গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে ধারণা দেওয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিতর্ক, গান ও কবিতার আয়োজন এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ভূমিকা রাখার আহ্বান জানান।
সূত্রঃ আজকের পত্রিকা