তোমার জন্য আমার চিঠি
আপনার অনূভুতিগুলো চিঠির আকারে লিখে পাঠান আমাদের। আপনার চিঠিটি আমরা পৌঁছে দেবো গাইবান্ধা, কুড়িগ্রাম বা নীলফামারীর প্রত্যন্ত গ্রামের সেই মেয়েশিশুদের কাছে।
http://marriedstillachild.org/diaries/ এই লিংকে গিয়ে বিবাহিত শিশুদের একটি বা একাধিক লেখা বেঁছে নিন এবং আপনার নিজের মত করে সেই লেখাটি পড়ে অনুভূতিগুলো চিঠিতে জানিয়ে দিন ৩০শে অক্টোবরের মধ্যে ইমেল-এর মাধ্যমে এই ঠিকানায় – image@redoragecom.com