বিশ্ব নারী দিবস উপলক্ষে বিবাহিত মেয়েশিশুদের জন্য র্যালি
আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত র্যালিতে বিবাহিত মেয়েশিশুদের অধিকারের দাবি নিয়ে অংশগ্রহণ করেছে ইমেজ প্রকল্পের সদস্যরা। এই ফোরামের মাধ্যমে বাংলাদেশের ৪.৫ মিলিয়ন বিবাহিত মেয়েশিশুদের শারিরীক ও মানসিক সমস্যাগুলি ও শিশু এবং কন্যা হিসেবে তাদের অধিকারগুলি তুলে ধরাই ইমেজের মূল উদ্দেশ্য। “আমিও আছি” এই ক্যাম্পেইনের শিরোনামে বিবাহিত মেয়েশিশুদের এই বক্তব্যই তুলে ধরা হবে যে – “আমিও আছি। আমাকে অবহেলা করা যাবে না। আমাকে বাদ দিয়ে কোন উন্নতি সম্ভব না।”