প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে- সংসদের স্পিকার
বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গত ৪ নভেম্বর জাতীয় সংসদের শপথ গ্রহণ কক্ষে এসপিসিপিডি প্রকল্প আয়োজিত ‘পলিসি অ্যাকশন অন পলিসি ডায়ালগ টু এন্ড প্রিভেনটেবল ম্যাটারনাল ডেথস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উচ্চ মাতৃমৃত্যু হার এবং প্রসবকালীন জটিলতার পরিস্থিতিগুলো নির্ণয় করার জন্য স্থানীয়ভাবে ম্যাপিং করার পরামর্শ দিয়েছেন ডাঃ শিরীন শারমিন চৌধুরী। তিনি পরিষেবা সরবরাহ ব্যবস্থার ত্রুটিগুলি চিহ্নিত করার এবং যতবেশি সম্ভব শহুরে দরিদ্র এবং বস্তিবাসীদের কাছে সেগুলো পৌঁছানোর পরামর্শ দিয়েছেন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ ক্রিস্টিন ব্লখুস। তিনি মিডওয়াইফদের প্রয়োজনীয়তাকে সমর্থন ও অর্থায়নের উপর জোর দিয়েছেন। কারণ গর্ভবতী মা এবং শিশুদের জীবন বাঁচানোর পাশাপাশি দেশব্যাপী প্রসবপূর্ব এবং প্রসবোত্তর যত্নের নিশ্চয়তা প্রদান করতে তাদের পরিষেবাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। পাশাপাশি বাংলাদেশী সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব মোঃ শামসুল হক টুকু এমপিসহ অন্যান্য সংসদ সদস্যগণও উপস্থিত ছিলেন।
সভায় এমপি’গণ প্রাতিষ্ঠানিক ডেলিভারি, শক্তিশালী মিডওয়াইফ, সার্বক্ষণিক চিকিৎসা সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা, বিশেষ করে পিপিএইচ এবং একলাম্পসিয়ার নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা মাতৃস্বাস্থ্যের জন্য জাতীয় কৌশলনীতি (২০১৯-২০৩০) কীভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কেও কথা বলেছেন।