শেয়ার-নেট বাংলাদেশ ইয়াং রিসার্চার ফেলোশিপ অনুদান ২০২৩

শেয়ার-নেট বাংলাদেশ আবারও  ইয়াং রিসার্চার ফেলোশিপ অনুদান ২০২৩ নিয়ে এসেছে!

জ্ঞান উৎপাদন এবং সক্ষমতা উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে, শেয়ার-নেট বাংলাদেশ প্রতি বছর ফেলোশিপ আকারে তরুণ গবেষকদের জন্য বিশেষ অনুদান প্রদান করে।

এই বছর, শেয়ার-নেট বাংলাদেশ শিক্ষার্থীদের কাছ থেকে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) এবং শিক্ষা’ বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে গবেষণা প্রস্তাব আহ্বান করছে। 

শেয়ার-নেট বাংলাদেশ নির্বাচিত দুই তরুণ গবেষক প্রত্যেকে ২০০,০০০ টাকা অনুদান পাবে। 

এই গবেষণার উদ্দেশ্য হল বাংলাদেশে শিক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার ও যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং শিক্ষার মধ্যে গুরুত্ব ও  সংযোগ প্রমাণ করা। উপরন্তু, এই গবেষণা  নীতি এবং অনুশীলন বাড়ানোর জন্য পরামর্শ প্রদান করবে এবং সেইসাথে তরুণ গবেষকদের গবেষণায় জড়িত হতে এবং প্রমাণের মাধ্যমে জ্ঞানের পরিসীমা বৃদ্ধিতে অবদান রাখতে উত্সাহিত  করবে।

 আবেদনকারীদের (এবং দলের সদস্যদের) নিম্নলিখিত যোগ্যতা থাকা প্রয়োজন 

১। বাংলাদেশী নাগরিক হতে হবে

২। ৩১শে ডিসেম্বর ২০২২ এর মধ্যে বয়স অবশ্যই ৩০ বছর বা তার কম হতে হবে

৩। বর্তমানে সামাজিক বিজ্ঞান/পাবলিক হেলথ/ডেভেলপমেন্ট স্টাডিজ/জেন্ডার স্টাডিজ/নৃতত্ত্ব/শিক্ষা বা বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর বা পিএইচডির শিক্ষার্থী হতে হবে

৪। সকল আবেদনকারী (এবং দলের সদস্যদের) অবশ্যই শেয়ার-নেট বাংলাদেশের সদস্য হতে হবে

টাইমলাইন

প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ, ২৫শে এপ্রিল ২০২৩

বিস্তারিত দেখতে আমাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসে চোখ রাখুন।

যেকোনো প্রশ্নের জন্য, অনুগ্রহ করে jannat@redorangecom.com বা afra@redorangecom.com-এ যোগাযোগ করুন। 

আবেদন পদ্ধতি

আরও জানতে নিম্নে টার্মস অব রেফারেন্সের (টিওআর) এবং আবেদনের  নির্দেশাবলী ক্লিক করে ডাউনলোড করুন ।

 

Download Terms-of-Reference-ToR-for-Young-Researcher-Fellowship-Grant-2023

 

Download Application-Instructions-2023

Leave a Reply